পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেত দূরে: লালন সাঁই

পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেত দূরে: লালন সাঁই

hhhhhhhhhhhhhh

আমি ভয় পাই। ভীষণ ভয়। বস্তুত বাইরে বেরোতেই এখন ভয় হয়, পাছে কখন কোন ঝামেলা বা বিতর্কে জড়িয়ে পড়ি। ভিজে বেড়ালের মতো সুখী গৃহকোণ থেকে বেরোই, কাম-কাজ সেরে ফের মাথা নীচু করে ঢুকে যাই বাড়ির নিরাপদ কোটরে। আগে হীনম্মন্যতায় ভুগতাম, নিজেকে শিরদাঁড়াহীন ভাবার আক্ষেপে মুষড়ে থাকতাম, এখন আর থাকি না। খোঁজটোজ নিয়ে দেখলাম, আমার মতো গোলা লোক মোটেই একা নয়, শচীন থেকে সৌরভ, বিরাট কোহলি থেকে স্মৃতি মান্ধানা, পিভি সিন্ধু থেকে থেকে এমএস ধোনি, আমাদের জাতীয় 'বীর'গণ সবাই আমার মতো, কেন্নোবৎ। শিরদাঁড়াহীন। প্রতিপত্তির সামনে ভয়ে গুটিয়ে যাওয়া পাবলিক।

Read more